নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আলোচিত নেতা জাকির খান দীর্ঘ কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
মুক্তির খবরে সকাল থেকেই কারাগারের সামনে ভিড় জমাতে থাকেন তার নেতাকর্মী ও স্বজনরা। ব্যান্ড বাজনা, স্লোগান ও ফুল-মালার মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়। জাতীয় পতাকা, বিএনপি ও ফিলিস্তিনের পতাকা হাতে নেড়ে তিনি অভ্যর্থনার জবাব দেন।
পরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের বিশাল বহর নিয়ে শহরজুড়ে শোডাউনে অংশ নেন জাকির খান ও তার সমর্থকরা। এতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
জানা গেছে, জাকির খানের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলা ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাব-১১-এর অভিযানে গ্রেপ্তার হন তিনি। পরবর্তীতে একে একে বিভিন্ন মামলায় জামিন পান। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলায় খালাস প্রাপ্ত হন তিনি।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, “আজ সকালে জাকির খানকে মুক্তি দেওয়া হয়েছে। অনেক বছর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছিল। সেই মামলায় পাঁচ বছরের সাজা শেষে আজ তাকে মুক্তি দেওয়া হয়।”
জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, “তার বিরুদ্ধে থাকা ৩৩টি মামলার মধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন এবং বাকি ১ মামলায় জামিনে রয়েছেন।”