|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ আগu ২০২৪ ০৯:৩৪ অপরাহ্ণ

ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ


ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ


ঢাকা প্রেস নিউজ


শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

 

ফ্রান্স থেকে দেশে ফিরে একদিনের মধ্যেই তিনি এই গুরুদায়িত্ব গ্রহণ করলেন। দুপুর ২টা ১০ মিনিটে প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে ড. ইউনূসকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাগত জানান।
 

অলিম্পিক কমিটির আমন্ত্রণে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে চিকিৎসা নিয়ে তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে।
 

ঢাকায় ফিরে প্রথম বক্তৃতায় ড. ইউনূস বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাই হবে আমার প্রথম কাজ। দেশবাসী যদি আমার ওপর বিশ্বাস রাখেন, তাহলে নিশ্চিত করব দেশের কোনো জায়গায় কারও ওপর হামলা হবে না।” তিনি আরও বলেন, “আজ আমাদের গৌরবের দিন। তরুণদের বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি হয়েছে। তারা বাংলাদেশকে রক্ষা করেছে।”
 

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫