ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ভয়াবহ দুর্ঘটনা: তিনের মৃত্যু, নয়জন আহত

ঢাকা প্রেস
ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁও, ২৪ সেপ্টেম্বর: ঠাকুরগাঁওয়ে বজ্রপাতের ভয়াবহ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও নয়জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বৃষ্টির সময় নদীতে গোসল করার সময় দুই কিশোর এবং মাঠে কাজ করার সময় এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। নিহতরা হলেন:
আরিফুল ইসলাম (১৫): শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রামের বাসিন্দা।
মনির (১৪): নজরুল ইসলামের ছেলে এবং আরিফুলের বন্ধু।
আতাউর রহমান (২৪): বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের বাসিন্দা।
বজ্রপাতে আহত নয়জনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শিশু এবং নারীও রয়েছেন।
এই ভয়াবহ ঘটনায় নিহতদের পরিবার এবং এলাকাবাসী শোকে নিমজ্জিত হয়েছেন।
বর্ষা মৌসুমে বজ্রপাতের ঘটনা বেড়ে যায়। তাই বৃষ্টির সময় খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে না যাওয়ার জন্য সকলকে সতর্ক করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫