গিনেস বুকে জায়গা পেল ৫০ হাজারের বেশি পাথরের তৈরি পোশাক

উজ্জ্বল সাদা রঙের স্ফটিক পাথরের আংটি, ব্রেসলেট, মালা পরতে সবাই পছন্দ করেন। আর উজ্জ্বল সাদা রঙের স্ফটিক পাথর যদি পোশাকে ব্যবহার করা হয় এবং তাও আবার ৫০ হাজারের বেশি তবে তার সৌন্দর্যে তো মুগ্ধ হতেই হবে। আর এমনই একটি পোশাক তৈরি করে গিনিস বুকে জায়গা করে নিয়েছে ইতালির একটি ব্রাইডাল বিপণী।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাইডাল বিপণী মিশেলা ফেরেরিওর বিশেষ কায়দায় তৈরি পোশাকটিতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি স্ফটিক ব্যবহার করার কারণে গিনিস বুকে জায়গা করে নিয়েছে। বিয়ের জন্য বিশেষভাবে তৈরি এই গাউনেই ব্যবহার করা হয়েছে ৫০ হাজারের বেশি স্ফটিক।
প্রতিবেদন অনুসারে, চার মাস ধরে তৈরির পর চলতি বছরের ১৪ এপ্রিল মিলানে সি স্পোসাইটালিয়া কোলেজিওনি ফ্যাশন শোয়ে এই পোশাকটি সবার সামনে আনা হয়।
প্রসঙ্গত, এই ধরনের বিয়ের পোশাক তৈরিতে বেশ নামডাক রয়েছে এই ব্রাইডাল বিপণীর। নির্মাতারা জানান স্ফটিক কাপড়ের তুলনায় বেশ ভারী পদার্থ। তাই পোশাকের প্রাথমিক স্তরটি বিশেষ কায়দায় নির্মিত। ৫০ হাজার স্ফটিক ধরে রাখতে পারে এমনভাবেই মজবুত করে তোলা হয়েছে কাপড়ের প্রাথমিক স্তরকে। তারপর ওই স্তরের উপর একে একে স্ফটিক বসানো হয়েছে। ইতিমধ্যেই চোখ ধাঁধানো পোশাকটির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫