|
প্রিন্টের সময়কালঃ ২১ মে ২০২৫ ০১:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মার্চ ২০২৫ ০২:০৮ অপরাহ্ণ

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিবর্তনে সরকারের উদ্যোগ: স্বাস্থ্য উপদেষ্টা


স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিবর্তনে সরকারের উদ্যোগ: স্বাস্থ্য উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ

 

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিবর্তনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নুরজাহান বেগম। গতকাল রোববার চট্টগ্রামের চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও হাসপাতাল এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, বাংলাদেশ গ্যাস্ট্রে-এন্ট্রোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন, ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটির ইসি কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ, সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজসহ চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

নুরজাহান বেগম তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের অবস্থা সম্পর্কে খোঁজ নেন। তিনি ডেন্টাল হাসপাতালের বিশেষায়িত বিভাগগুলো ঘুরে দেখেন এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সুপরিসর ও সমৃদ্ধ সেন্ট্রাল লাইব্রেরি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সিআইএমসি কনফারেন্স কক্ষে আয়োজিত বিশেষ সভায় তিনি প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি, চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবায় এই তিন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
 

পরে কলেজের কনফারেন্স হলে তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপদেষ্টা নুরজাহান বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম পরিদর্শন। এসময় ইসি কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুরুল আমিন, ফয়সাল মোহাম্মদ ইউনুছ, ট্রেজারার জালাল উদ্দিন আকবর, অধ্যাপক মো. নুরুন্নবী, ডা. মো. রেজাউল করিম, ডা. মো. ইফসুফ, জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোমিনুল হক খোকন, সিআইএমসি অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, সিআইডিসি অধ্যক্ষ অধ্যাপক আকরাম পারভেজ চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. আবু নাসের, নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস রুবি দত্তসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫