|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ জুলাই ২০২৩ ০১:১৯ অপরাহ্ণ

৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত আফগানিস্তানে


৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত আফগানিস্তানে


ফগানিস্তানের ফয়জাবাদের ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শনিবার (১৫ জুলাই) ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভি। 

তবে, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এনসিএস অনুসারে,  ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার নিচে।

এর আগে গত ২৬ জুন, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব ফয়জাবাদে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ৩১ কিলোমিটার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫