|
প্রিন্টের সময়কালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৫:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০১:৪৬ অপরাহ্ণ

একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন


একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন


ঢাকা, ২৩ ডিসেম্বর: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
 

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদিত এই প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।
 

এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের সপ্তম একনেক সভা এবং অন্তর্বর্তী সরকারের ১৮তম একনেক সভা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫