|
প্রিন্টের সময়কালঃ ১৮ আগu ২০২৫ ০৩:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

সামরিক বিমানে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


সামরিক বিমানে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


অনলাইন ডেস্ক:-

 

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাতে সামরিক বাহিনীর একটি বিমান ব্যবহার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহায়তা নিচ্ছেন। এর আওতায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, সামরিক বিমানের ব্যবহার এবং সামরিক ঘাঁটিতে অভিবাসীদের আটকে রাখার মতো ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সামরিক বাহিনীর একটি সি-১৭ বিমান অভিবাসীদের বহন করে ভারতে রওনা দিয়েছে, যা গন্তব্যে পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় নেবে। এছাড়া, প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন টেক্সাসের এল পাসো ও ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো থেকে আটক ৫,০০০-এর বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এর আগে সামরিক বিমানে করে গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।
 

যদিও সামরিক বিমানে অভিবাসীদের বহন করা ব্যয়বহুল, তবুও যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে গুয়াতেমালায় সামরিক বিমানে অভিবাসীদের ফেরত পাঠাতে জনপ্রতি অন্তত ৪,৬৭৫ ডলার খরচ হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫