অনলাইন ডেস্ক:-
ভারতকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের মার্কিন প্রস্তাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, এমন প্রযুক্তির হস্তান্তর দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা আরও বাড়িয়ে তুলবে।
শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান এ বিষয়ে বলেন, "এই ধরনের সিদ্ধান্ত কৌশলগত স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।"
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরকালে প্রকাশিত ওয়াশিংটন-নয়া দিল্লি যৌথ বিবৃতিতে ২০০৮ সালের মুম্বাই হামলা ও পাঠানকোটের ঘটনার জন্য দায়ীদের দ্রুত বিচারের মুখোমুখি করা এবং পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধের আহ্বান জানানো হয়।
এর প্রতিক্রিয়ায় শুক্রবারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শাফকাত খান বলেন, "পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে, তা সত্ত্বেও যৌথ বিবৃতিতে এমন মন্তব্য আমাদের বিস্মিত করেছে। পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদ দমনে প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি আরও বলেন, "যৌথ বিবৃতিতে ভারতের মানবাধিকার লঙ্ঘন ও বিদেশে ভিন্নমতাবলম্বীদের লক্ষ্যবস্তু করার প্রসঙ্গটি উপেক্ষা করা হয়েছে। এই ধরনের বক্তব্য ভারতের মদদপুষ্ট সন্ত্রাসবাদ, নাশকতা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আড়াল করতে পারবে না।"
নয়া দিল্লির কাছে এফ-৩৫ হস্তান্তরের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, "এ ধরনের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা সৃষ্টি করবে এবং কৌশলগত স্থিতিশীলতা বিঘ্নিত করবে।" তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে নিরপেক্ষ ও বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান।
এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী সপ্তাহে নিউ ইয়র্কে যাবেন। সেখানে তিনি চীনের ওয়াং ইসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন শাফকাত।