|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ জুন ২০২৩ ০৬:২৭ অপরাহ্ণ

বাস স্টপের নাম ‘বাংলাদেশ’ ভারতের মহারাষ্ট্রে


বাস স্টপের নাম ‘বাংলাদেশ’ ভারতের মহারাষ্ট্রে


ভারতের মহারাষ্ট্রে বাংলাদেশের নামে এবার একটি বাস স্টপেজের নামকরণ করা হয়েছে। এই নামকরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মহারাষ্ট্রের থানে জেলার মিরা ভায়ান্দার পৌরসভার একটি বাস স্টপের নামকরণ করা হয় বাংলাদেশের নাম অনুসারে। মিরা ভায়ান্দার পৌর কর্তৃপক্ষ গত শুক্রবার (১৬ জুন) এই নামকরণ করে। এনডিটিভি এর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
 
‘বাংলাদেশ’ নামে বাস স্টপটি মিরা ভায়ান্দার পৌরসভার পশ্চিম ভায়ান্দারের উঠান চক নামে এলাকায় অবস্থিত। কেবল নামকরণ করেই থামেনি পৌর কর্তৃপক্ষ। সেখানে তারা রীতিমতো একটি নাম ফলকও টাঙিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, কেবল বাস স্টপের নাম বাংলাদেশ নয় বরং সেখানে বাংলাদেশ নামে একটি পাড়াও রয়েছে। এই পাড়ার নামকরণ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এ এলাকায় সাধারণত পশ্চিমবঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা বাস করে। যারা দীর্ঘ কয়েক বছর আগে চাকরি এবং সহজলভ্য বাসস্থানের সন্ধানে এখানে এসেছিল। এলাকাটি প্রথমে ইন্দিরা নগর নামে পরিচিত ছিল কিন্তু বাঙালিদের উপস্থিতির কারণে এই এলাকাটিকে 'বাংলাদেশ' নামে পরিচিত হয়ে উঠে।
 
এদিকে, বাস স্টপের নাম ‘বাংলাদেশ’ করায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। তাদের অনেকেই বিষয়টি ইতিবাচকভাবে নিলেও অনেকে আবার এর বিরোধিতা করছেন এমন অনেকেই আছেন। তাদের দাবি, এই নামকরণ স্থানীয় বাসিন্দাদের আত্মপরিচয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫