বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতিতে ফেরার সুযোগ দিয়েছিলেন: কায়কোবাদ
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন,
“বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতে ইসলামীর রাজনীতি করার সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন। অথচ আজ সেই জামায়াতের নেতারাই বিএনপিকে নিয়ে নানা কথা বলছেন—এটা কৃতঘ্নতা ও মোনাফেকি ছাড়া কিছু নয়।”
শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কায়কোবাদ বলেন,
“শেখ মুজিবুর রহমান যখন বাকশাল গঠন করে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, তখন জিয়াউর রহমানই তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দিয়েছিলেন। অথচ আজ তারা সেই বিএনপিকেই আক্রমণ করছে—এটা অনুচিত।”
তিনি আরও বলেন,
“১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে জোট করে তাদের ক্ষমতায় এনেছিল। পরে তারাই বিপদে পড়ে। এরপর ২০০১ সালে বেগম খালেদা জিয়া তাদের আমাদের সঙ্গে নিয়ে ১৮টি আসন দিয়েছিলেন—যা তারা আর কখনো পায়নি।”
এসময় তিনি আশ্বাস দেন, আওয়ামী লীগের শাসনামলে মুরাদনগরের বিএনপি নেতাকর্মীরা যারা নির্যাতনের শিকার হয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের যথাযথ সম্মান দেওয়া হবে।
সমাবেশে নেতাকর্মীদের ঢল
বিকেল ৩টায় সমাবেশ শুরু হলেও সকাল থেকেই মিছিলের পর মিছিল এসে ভিড় জমায় কলেজ মাঠে।
খালেদা জিয়া, তারেক রহমান ও “কায়কোবাদ দাদাভাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।
সমাবেশে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।
সঞ্চালনায় ছিলেন শ্রীকাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান এবং শ্রীকাইল কলেজ ছাত্রদলের সভাপতি মো. এনামুল হক।
স্বাগত বক্তব্য দেন শ্রীকাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসাহাক মুন্সী।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
-
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
-
সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া
-
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার
-
সদস্য সচিব এ. এফ. এম. তারেক মুনসী
-
বিশিষ্ট ব্যবসায়ী কাজী জুননুন বসরী
এছাড়াও উপস্থিত ছিলেন:
মোল্লা গোলাম মহিউদ্দীন, মোল্লা মজিবুল হক, কামাল উদ্দীন ভূঁইয়া, সৈয়দ আমজাদ আলী তসু, শাহ আলম সরকার, সজল খান, ফারুক সরকার মজিব, আব্দুল মোমেন, মহিলা দলের আন্তর্জাতিক সম্পাদক শামীমা আক্তার রুবি, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহিমিনা আক্তার প্রমুখ।
সমাবেশে আরও অংশ নেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুবদল আহ্বায়ক মো. সোহেল সামাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাসির উদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, ছাত্রদল আহ্বায়ক খাইরুল হাসান, বিএনপি নেতা গোলাম হাক্কানী, জয়নাল আবেদিন, যুবদল নেতা গাজী আব্দুল বাছির এবং ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫