|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুন ২০২৪ ০৩:৩২ অপরাহ্ণ

বাড়িতেই বানাতে পারেন ক্যারামেলাইজ কলার মিল্কশেক


বাড়িতেই বানাতে পারেন ক্যারামেলাইজ কলার মিল্কশেক


ঠান্ডা পানীয়তে মন আর প্রাণ দুটোই জুড়িয়ে যায়। বাড়িতেই বানানো যায় মিল্কশেক। জেনে নিন রেসিপি- 

 

ক্যারামেলাইজ কলার মিল্কশেক

 

কলার ক্যারামেলের উপকরণ

চিনি সিকি কাপ, পানি ১ টেবিল চামচ, মাখন ৩০ গ্রাম, পাকা কলা ২টি, দারুচিনিগুঁড়া সিকি চা-চামচ।

 

প্রণালি

ক্যারামেল করার জন্য একটি প্যানে চিনি ও পানি দিয়ে চুলায় বসান। সুন্দর রং হলে স্লাইস করা কলা ও মাখন দিয়ে দিন। দারুচিনিগুঁড়া দিন। এবার কলার টুকরাগুলো হালকা হাতে উল্টে দিন। কলার দুই পাশ ক্যারামেল হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন।

 

মিল্কশেকের উপকরণ

ক্যারামেল করা কলা সবটুকু, দুধ ৪ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৮ স্কুপ, বরফ কিউব পছন্দমতো।

 

প্রণালি

সব একসঙ্গে গ্লাসে ঢেলে নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫