|
প্রিন্টের সময়কালঃ ২২ জানুয়ারি ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৬ ০৪:২৪ অপরাহ্ণ

১ ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের হুঁশিয়ারি


১ ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের হুঁশিয়ারি


আগামী সাত দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ১০-৩০ কাউন্টের সূতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ বাস্তবায়ন না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব স্পিনিং মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মিল মালিকরা।
 

বুধবার (তারিখ) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
 

সংবাদ সম্মেলনে মিল মালিকরা বলেন, সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হলে দেশীয় টেক্সটাইল শিল্পে চরম সংকট সৃষ্টি হবে। এর ফলে শ্রমিক অসন্তোষ দেখা দিলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
 

তারা আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও দায়-দেনা পরিশোধ করা মিলগুলোর পক্ষে আর সম্ভব হবে না। এতে ব্যাংক ও আর্থিক খাতে কোনো ধরনের বিপর্যয় দেখা দিলে তার দায়ও সরকারকেই বহন করতে হবে বলে তারা সতর্ক করেন।
 

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সম্প্রতি ক্রিকেট সংক্রান্ত একটি বিষয়ে সরকারের মধ্যে যে দেশপ্রেমের প্রকাশ দেখা গেছে, দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষায় তার সামান্য প্রতিফলনও লক্ষ্য করা যাচ্ছে না। বিষয়টি আমাদের কাছে বোধগম্য নয়।
 

তিনি আরও বলেন, এর পেছনে কোনো বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
 

সংবাদ সম্মেলনে বিটিএমএ নেতারা দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬