বটিয়াঘাটায় থানার পাশেই ভয়াবহ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ লুট প্রায় ১৩ লাখ টাকার মালামাল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
খুলনার বটিয়াঘাটায় থানা সংলগ্ন কিসমত ফুলতলা সিলিন্দামারী গ্রামে একটি বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৫টার দিকে আলহাজ মোদাচ্ছের হোসেনের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১২-১৩ লাখ টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মোদাচ্ছের হোসেন ঘুম থেকে উঠে ওযু করতে গেলে তিনটি ঘরের দরজা খুলতেই বাইরে অপেক্ষমাণ ১০-১২ জন সশস্ত্র ডাকাত জোরপূর্বক ঘরের ভেতরে প্রবেশ করে। তারা মোদাচ্ছের হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে দোতলায় নিয়ে যায় এবং কলিং বেল চেপে ছেলেকে দরজা খুলতে বাধ্য করে। এরপর পুরো পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে প্রায় ৮-১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৮২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও কাপড়সহ অন্যান্য মালামাল লুট করে নেয়।
ভুক্তভোগী মোদাচ্ছের হোসেন জানান, ফজরের আযানের সময় তিনি নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ডাকাত দল হামলা চালায়। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং পরিবারের সবাইকে জিম্মি করে সর্বস্ব লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে বটিয়াঘাটা থানার পুলিশ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, ঘটনাটি নিশ্চিতভাবে ডাকাতি। ভুক্তভোগীরা থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের মোবাইল টিম কাজ করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫