|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১১ অপরাহ্ণ

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় মহিষ জব্দ


সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় মহিষ জব্দ


ঢাকা প্রেস
জৈন্তাপুর উপজেলা (সিলেট) প্রতিনিধি:-

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি বড় ধরনের চোরাচালানের ঘটনা প্রতিহত করেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তারা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৩২টি ভারতীয় মহিষ জব্দ করে।
 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এই মহিষগুলো আটক করে। আটককৃত মহিষগুলো ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে আনা হচ্ছিল।
 

বিজিবি কর্মকর্তা আরও জানান, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃত মহিষগুলো কাস্টমসে জমা দেওয়া হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫