সাবেক ভূমিমন্ত্রীর অর্থপাচার কাণ্ডে ২৩ বস্তা আলামত জব্দ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে সম্পদ অর্জন ও অর্থপাচার সংশ্লিষ্ট ঘটনায় বড় ধরনের আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দেওয়ার পর চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এলাকার সিকদার বাড়ি থেকে মোট ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়।
দুদকের তথ্য অনুযায়ী, এসব বস্তায় রয়েছে বিদেশে সম্পদ কেনাবেচার নথি, বাড়িভাড়া আদায়ের হিসাব, বিভিন্ন বিল পরিশোধের তথ্য এবং আদালতের আদেশসংক্রান্ত ডকুমেন্টস। এখনও সবগুলো আলামত খুঁটিয়ে পর্যালোচনা করা সম্ভব হয়নি।
দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, গ্রেপ্তার দুই সহযোগীর দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে আলামত সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, দুদকের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আধা ঘণ্টা আগে বস্তাগুলো সরানো হয়। পরে একটি ছোট বাসা থেকে ওই ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়।
এর আগে ১৭ সেপ্টেম্বর দুদকের টিম উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরদিন ১৮ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং আদালত পাঁচ দিনের রিমান্ডে পাঠান। অভিযোগে বলা হয়েছে, উত্তোলিত ওই অর্থ আরামিট গ্রুপের কর্মচারীরা বিভিন্ন সময়ে জাবেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবে জমা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫