|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জুন ২০২৪ ০৫:০০ অপরাহ্ণ

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার


পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার


চট্টগ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজুল ইসলামকে (৪৬)  গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৯ জুন) চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকা থেকে   শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

 

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা কালের কণ্ঠকে বলেন,‘পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রটির মা থানায় মামলা করেছেন। তিনি মামলায় উল্লেখ করেছেন, শনিবার সকালে প্রাইভেট পড়তে ওই ছাত্রী ফয়েজুলের বাসায় গিয়েছিল।


সেখানে গেলে তাকে  নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে শরবত পান করানো হয়। এরপর মেয়টি ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন ফয়েজুল।’
ওসি বলেন, মেয়েটির মা গার্মেন্টেসে চাকরি করেন। রাতে কাজ শেষে বাসায় ফিরেলে মেয়েটি তার মাকে ঘটনা খুলে বলে।


এরপর শনিবার রাতে মেয়েটির মা থানায় ধর্ষণ মামলা করেন। রবিবার অভিযান চালিয়ে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ফয়েজুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫