|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ আগu ২০২৩ ০৫:৩৩ অপরাহ্ণ

যেভাবে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে


যেভাবে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে


মৌসুমভেদে আমাদের অনেকের ত্বকে আর্দ্রতার পার্থক্য দেখা যায়। কোনো কোনো মৌসুমে ত্বকের আর্দ্রতা হ্রাস পায়। আবার কোনো মৌসুমে ত্বকের আর্দ্রতা বেড়ে যেতে পারে। গরমের দিনে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের ওপর পড়লে ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে।

আবার বেশিক্ষণ শীতল পরিবেশে থাকলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। তবে বেশি শীতল আবহাওয়া ত্বককে আবার শুষ্ক করে তোলে। পর্যাপ্ত আর্দ্রতার অভাবে অল্প বয়সেই ত্বকে বলিরেখা দেখা দিতে পারে।

যেভাবে বুঝবেন আপনার ত্বক আর্দ্রতা হারাচ্ছে-

১) ত্বকে র‌্যাশ, চুলকানি, ব্রণ হওয়া।

২) ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেছতার উপদ্রব।

৩) বলিরেখা, চোখের নিচে কালি পড়ে যাওয়া।

৪) ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।

৫) আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে ছোপ আসতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫