কল্কি ২৮৯৮ এডি-এর ট্রেলারটি প্রকাশিত হবে আজ

ভারতের এ বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে নতুন পোস্টার প্রকাশ করা হলো অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। গতকাল রবিবার (৯ জুন) এক্সে (টুইটার) সিনেমাটির প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিস পোস্টারটি রিলিজ করেছে এবং লিখেছে,‘তাকে ঘিরেই আশার শুরু। কল্কি ২৮৯৮ এডি-এর ট্রেলারটি আজ প্রকাশিত হবে।’
এদিকে দীপিকা নিজেও পোস্টারটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টারে দীপিকাকে দেখে উদ্বিগ্ন ও হতাশ দেখাচ্ছে। সে জীর্ণ সিঁড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তার পেছনে আরও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। দীপিকার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর সিং।
সবসময়ের মতো স্ত্রীর প্রশংসা করে তিনি লেখেন, ‘বুম (ফায়ার ইমোজি) অসম্ভব সুন্দর!’ ভক্তরাও দীপিকার এই পোস্টারে মন্তব্য করে নিজেদের ভালোলাগা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘দীপিকা, আপনি আক্ষরিক অর্থে সিনেমা এবং আমার হৃদয়ে রাজত্ব করছেন।’ আরও একজন লেখেন, ‘সেরা পোস্টার।’ কেউ বা লিখেছেন, ‘সেই ভিডিও গেম টাইপের পোস্টারগুলোর চেয়ে অনেক ভালো।
’
কল্কি ঘিরে দর্শক উন্মাদনা যেন বাড়ছেই! ইতোমধ্যে সামনে এসেছে নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমার বেশ কিছু ঝলক। যেখানে অমিতাভ বচ্চন ছাড়াও দেখা মিলেছে কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানির। পৌরাণিক কাহিনি থেকে অনুপ্রাণিত ও বৈজ্ঞানিক কল্পকাহিনির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি। যদিও শুরুতে সিনেমাটি ‘প্রজেক্ট কে’ হিসেবেই জানতেন সবাই। পরে এর নাম রাখা হয় ‘কল্কি ২৮৯৮ এডি’।
একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এটি প্রযোজনা করছে অশ্বিনী দত্ত। গত বছরের জুলাইতে আমেরিকার সান দিয়েগোয় কমিক কন অনুষ্ঠানের উদ্বোধনে সামনে এসেছিল কাল্কির প্রথম পোস্টার। তারপর থেকে এটি ঘিরে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ২০২৪ সালের সবচেয়ে বড়, বিগ বাজেট এবং প্রতীক্ষিত সিনেমার একটি হতে চলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। ২৭ জুন মুক্তি পেতে যাচ্ছে এটি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫