বাংলাদেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ঝরেছে ৩৫ হাজারের বেশি প্রাণ

প্রকাশকালঃ ১৬ অক্টোবর ২০২৪ ০৪:০২ অপরাহ্ণ ৫৮৪ বার পঠিত
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ঝরেছে ৩৫ হাজারের বেশি প্রাণ

ঢাকা প্রেস নিউজ (বার্তা কক্ষ):-

 

গত সাড়ে ৫ বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এই দুর্ঘটনাগুলোর কারণে দেশের অর্থনীতিতেও বিপুল ক্ষতি হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্রের কারণ হিসেবে চালকদের অদক্ষতা, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন না মানা এবং সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা ইত্যাদিকে দায়ী করা হয়েছে। দুর্ঘটনা রোধে সংস্থাটি ১২ দফা সুপারিশ করেছে।

 

রোড সেফটি ফাউন্ডেশনের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বাংলাদেশে ৩২ হাজার ৭৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাগুলোতে ৩৫ হাজার ৩৮৪ জন নিহত এবং ৫৩ হাজার ১৯৬ জন আহত হয়েছেন। ফলে দেশের মানবসম্পদের প্রায় ৮৭ হাজার ৮৮৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো চালকদের অদক্ষতা, বেপরোয়া গতি, যানবাহনের ত্রুটিপূর্ণ অবস্থা এবং ট্রাফিক আইন না মানা। এছাড়াও, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং সড়ক ব্যবস্থাপনার দুর্বলতাও দুর্ঘটনার অন্যতম কারণ।

 

দুর্ঘটনা রোধে রোড সেফটি ফাউন্ডেশন ১২ দফা সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে দক্ষ চালক তৈরি, চালকদের বেতন-কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, সড়ক ব্যবস্থাপনা উন্নত করা এবং সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়ানো।

 

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানে সরকার, বেসরকারি সংস্থা এবং জনগণ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করে এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করে আমরা এই ভয়াবহ দুর্ঘটনাগুলো রোধ করতে পারি।