|
প্রিন্টের সময়কালঃ ১৭ এপ্রিল ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় ‘কিলার ফয়সাল’ গ্রেপ্তার


চট্টগ্রামের ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় ‘কিলার ফয়সাল’ গ্রেপ্তার


ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-



চট্টগ্রামে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি চালিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ‘কিলার ফয়সাল’ নামে পরিচিত এক যুবলীগ কর্মীকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করেছে।

 

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরের চকবাজার থানার পশ্চিম বাকলিয়া ডিসি রোড গণি কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল চকবাজার থানার দেওয়ানবাজার লালু মিয়ার বাড়ির বাসিন্দা মৃত ইসমাইল ওরফে লালু মিয়ার ছেলে।
 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আনন্দ মিছিলে কোতোয়ালি থানা এলাকায় ফয়সালের নেতৃত্বে গুলি চালানো হয়। এতে কয়েকজন আহত হওয়ার পর ভুক্তভোগী একজনের স্বজন একটি মামলা দায়ের করেন।
 

র‌্যাব জানিয়েছে, ফয়সাল হত্যাসহ একাধিক মামলার আসামি। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫