মাদারীপুরে জমি বিরোধের সালিশ বৈঠকে হামলা, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি:-
মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠকে হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের খলিফাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামের মজিদ লপ্তি ও পলাশ লপ্তির মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে কথা কাটাকাটির সৃষ্টি হলে পলাশ লপ্তি পক্ষের লোকজন মজিদ লপ্তি পক্ষের ওপর হামলা চালায়। হামলায় অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে ৯ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫