আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি

ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জনগণের শক্তি রক্ষা করতে হবে, না হলে ক্ষমতা জনগণের হাত থেকে চলে যাবে। একই সঙ্গে তিনি আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দেওয়ারও আহ্বান জানান। তিনি জানান, এটি সম্ভব হবে শুধুমাত্র জনগণের শক্তির মাধ্যমে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহল প্রাঙ্গণের মুক্তমঞ্চে গণসংহতি আন্দোলন ময়মনসিংহের আয়োজনে 'কেমন বাংলাদেশ চাই' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি আরও বলেন, "শেখ হাসিনা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসন কায়েম করেছে, সেই ব্যবস্থা এখনও বহাল তবিয়তেই রয়েছে। সংবিধানে জনগণকে ক্ষমতার কেন্দ্রে রাখা হলেও, ৫৩ বছরে জনগণ তা উপভোগ করতে পারেনি। বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী। যারা ক্ষমতায় আসে তারা এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে। শেখ হাসিনা তার সর্বোচ্চ উদাহরণ সৃষ্টি করেছেন।" তাই, এই ব্যবস্থার পরিবর্তন জরুরি বলে তিনি উল্লেখ করেন।
গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজীবের সভাপতিত্বে ও সদস্য সচিব এ আর এম মুসাদ্দিক আসিফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ নিলু, মনির উদ্দিন পাপ্পু, জাতীয় পরিষদের সদস্য শামসুল আলম ও অমিত হাসান দিপু, সম্মিলিত পেশাজীবী সংহতির আহ্বায়ক মির্জা নাজমুল হুদা, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদসহ অনেকে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫