|
প্রিন্টের সময়কালঃ ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১৫ অপরাহ্ণ

রান লক্ষ্য ১৮০’র উপরে রাখতে চান লিটন


রান লক্ষ্য ১৮০’র উপরে রাখতে চান লিটন


নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। পাঁচ পরিবর্তন এনে দল সাজানোয় নতুন একাদশ নিয়ে মাঠে নামেন অধিনায়ক লিটন দাস। টসের পর তিনি জানান, দলের লক্ষ্য অন্তত ১৮০ রানের উপরে সংগ্রহ গড়া।
 

লিটন বলেন,
“আমি খুশি টস হেরে ব্যাটিং করতে পেয়ে। শুরুতে নামলে বড় রান তোলার চিন্তা করতে হয়। আমরা চাই আজ অন্তত ১৮০’র বেশি রান তুলতে। আগের দুই ম্যাচে অনেক ব্যাটার সুযোগ পাননি, আজ সবাই কেমন করেন সেটি দেখার অপেক্ষায় আছি।”

 

সিলেটের মাঠে সন্ধ্যার পর থেকেই শিশিরের প্রভাব পড়তে শুরু করেছে। এ সুযোগ কাজে লাগাতেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বেছে নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড। তিনি বলেন,
“এখানে পরে ব্যাট করলে শিশিরের সুবিধা পাওয়া যায়। প্রথম দুই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। এটা আমাদের নিজেদের ক্রিকেট দেখানোর শেষ সুযোগ। শুরুতে দ্রুত কয়েকটি উইকেট নিতে পারলে ম্যাচ জমে উঠবে।”

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তানজিদ তামিম, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
 

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ড (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোয়েস, টিম প্রিঙ্গেল, কাইলি ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, দানিয়েল দোরান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫