সিরাজগঞ্জে ড্রেন নির্মাণকালে দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:-
সিরাজগঞ্জ শহরে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে শহরের শাহেদনগর ব্যাপারীপাড়ায় ড্রেনের জন্য গর্ত খননের সময় পাশের একটি দেয়াল ধসে পড়ে। এই দুর্ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। নিহত শ্রমিকদের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান জানান, ড্রেন নির্মাণের জন্য পাঁচ ফুট গভীরতায় খননের কাজ চলছিল। এরই মধ্যে পাশের একটি বাড়ির ৬ থেকে ৭ ফুট উঁচু দেয়াল ধসে পড়ে এবং পাঁচ শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দ্রুত দেয়াল সরিয়ে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। একজনকে গুরুতর অবস্থায় বগুড়ার জন্য পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। একজনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫