ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন এবং তাদের আচরণে মনে হচ্ছে তারা শিবিরপন্থী প্রার্থীদের পক্ষে কাজ করছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর উদয়ন স্কুল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন নাছির বলেন, “আচরণবিধি মেনে আমরা ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে ছাত্রদলের বুথ স্থাপন করেছি। অথচ শিবিরের কর্মীরা কেন্দ্রের কাছেই প্রচারণা চালাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
তিনি আরও বলেন, “আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের জোর দাবি জানাচ্ছি।”
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করা হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটার সংখ্যা
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
মোট ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৪০৯ জন পুরুষ ও ৬২ জন নারী প্রার্থী।
সবচেয়ে আলোচিত পদগুলোর মধ্যে—
-
সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন
-
সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন
-
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন
-
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া অন্যান্য সম্পাদকীয় পদে ১৩৩ জন এবং সদস্য পদে সর্বোচ্চ ২১৭ জন প্রার্থী লড়াই করছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫