দুদকের চিঠিতে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতি মামলার তদন্তকারী কর্মকর্তারা এ সংক্রান্ত চিঠি পাঠান। এতে উল্লেখ করা হয়, আসামিরা বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনতে আদালত ইতোমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাতিজি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ অন্য আসামিদের বিরুদ্ধে দায়ের করা তিন মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে মামলার জব্দতালিকার ৪৪টি নথি উপস্থাপন শেষে সাক্ষ্য নেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫