সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণের অভিযোগ
ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যুবদল নেতা ফাহাদুল ইসলাম পাভেল বন বিভাগের গাছ কেটে সরকারি জায়গায় হোটেল নির্মাণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এছাড়া, বন প্রহরীকে বাঁধা দেওয়ার পর তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটানোর হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে হাতিয়ার সাগরিয়া রেঞ্জের রহমত বাজার ক্যাম্পের বন প্রহরী মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ১১ জানুয়ারি শনিবার অভিযুক্ত যুবদল নেতা পাভেল ওই বন প্রহরীকে তার দোকানে ডেকে নিয়ে হুমকি দেন।
ফাহাদুল ইসলাম পাভেল, বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক, জুলাই বিপ্লবের পর হঠাৎ যুবদল নেতা হয়ে উঠেন। তার এই কর্মকাণ্ডে স্থানীয় বিএনপির নেতারা চরম বিব্রত হচ্ছেন।
বন প্রহরী মো. মাহমুদুল হাসান অভিযোগ করে বলেন, ৪ জানুয়ারি, পাভেল নামক যুবদল নেতা নোয়াখালী উপকূলীয় বনবিভাগের চর আলিমবিট সাগরিয়া রেঞ্জের ১৪ থেকে ১৫টি গাছ কেটে বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার সংলগ্ন গোলতলা পর্যটন স্পটে হোটেল নির্মাণ করেন। ক্যাম্পে পর্যাপ্ত জনবল না থাকায় তিনি কিছু বলতে পারেননি, তবে বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে পাভেল তাকে হুমকি দেন। তিনি বলেন, "যদি সরকারি চাকরি করতে চাই, তবে পাভেলের ব্যাপারে চুপ থাকতে হবে, নাহলে লোকজন তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটাবে।"
অভিযুক্ত যুবদল নেতা ফাহাদুল ইসলাম পাভেল অভিযোগ নাকচ করে বলেন, তিনি কোনো গাছ কাটেননি এবং হোটেলও নির্মাণ করেননি। তিনি দাবি করেন, "বন প্রহরী হাসান যদি সরেজমিনে এসে অভিযোগ করেন, তবে ব্যবস্থা নেয়া হবে।"
উপকূলীয় বনবিভাগের সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা প্রণব কুমার জানান, অভিযোগ পাওয়ার পর ৮-৯টি গাছ উদ্ধার করা হয়েছে এবং আরো কয়েকটি গাছ পাভেলের নির্মিত ঘরে ব্যবহৃত হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫