বঙ্গভবনে পৌঁছালেন প্রধান নির্বাচন কমিশনার, তফসিল আলোচনা আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি এবং তফসিল ঘোষণাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে সিইসি বঙ্গভবনে পৌঁছান। তার আগে সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।
সিইসির সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, তাহমিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহিমেল মাছউদ এবং ইসি সচিব আখতার আহমেদ।
এদিকে, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করতে ইতোমধ্যে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫