|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৪ অপরাহ্ণ

আফগানিস্তানে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে প্রাণহানি ২৯


আফগানিস্তানে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে প্রাণহানি ২৯


অনলাইন ডেস্ক:-

 

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের ফলে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।
 

ফরাসি বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগে দেশটির ফারাহ ও কান্দাহার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ারের তথ্য অনুযায়ী, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের ফলে প্রদেশটির বিভিন্ন এলাকায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছেন।
 

অন্যদিকে, কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সেখানে ভারী বর্ষণের কারণে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
 

আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ২০২৩ সালে জাতিসংঘ উন্নয়ন সংস্থার দেশটির প্রতিনিধি স্টিফেন রড্রিকেস সতর্ক করেছিলেন যে, খরা, বন্যা, নদীভাঙন এবং কৃষি উৎপাদনশীলতার হ্রাস দেশটির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
 

২০২৪ সালের মে মাসে দেশটিতে আকস্মিক বন্যায় শত শত মানুষের মৃত্যু হয়। প্লাবিত হয় বিস্তীর্ণ কৃষিজমি, আর ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় অবকাঠামো।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫