মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা: জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঢাকা প্রেস নিউজ
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে দপ্তরটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে আরও বলা হয়, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এই ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আবদুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি। তারা সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
এ ঘটনার পূর্বে, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবদুল হাইয়ের গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। একই সঙ্গে তাকে এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল হাই কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল।
চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন, ঘটনার পর আবদুল হাই বিষয়টি মোবাইলে আমাকে জানায়। তবে তিনি এ বিষয়ে অভিযোগ করবেন না বলে জানান। তবে, রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় তাকে আবারও অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি অভিযোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫