|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা


জামালপুরে ব্রহ্মপুত্র নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা


জামালপুরে ব্রহ্মপুত্র নদে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। জামালপুর সমিতি, ঢাকা এ প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল শুক্রবার ও আজ শনিবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জামালপুর জেলার বিভিন্ন স্থান থেকে ১৫টি নৌকা এই বাইচে অংশ নেয়।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে ব্রহ্মপুত্র সেতু থেকে ছনকান্দা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার স্থান জুড়ে নদের দুই পারে এবং ব্রহ্মপুত্র সেতুতে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। গতকাল শুক্রবার বিকেলে উদ্বোধনী দিনে ছিল বাছাই পর্ব এবং আজ শনিবার ছিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণী নৌকাবাইচ প্রতিযোগিতা।

আজ শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুদের মাঝে বেশ উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। এ ছাড়াও জেলার সাতটি উপজেলা থেকেই শত শত নৌকায় করে অনেক দর্শককে নৌকাবাইচ উপভোগ করতে দেখা গেছে। নদের দুই পারে খুদে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন খাবারসহ নানা ধরনের পণ্য বিক্রির পসরা নিয়ে বসে।


আজ শনিবার বিকেলে চূড়ান্ত পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী নৌকাবাইচ দলের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি নৌকাবাইচে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নৌকাবাইচ দলের মাঝে নগদ অর্থ, 

মেডেল ও সনদপত্র বিতরণ করেন। প্রথম স্থান অধিকারী ইসলামপুরের নৌকা রকেট দল পেয়েছে দেড় লাখ টাকা, ইসলামপুরের সাজালের চরের নৌকা মনিরাজ দল পেয়েছে এক লাখ টাকা এবং মেলান্দহ উপজেলার দক্ষিণ ঝাইগড়া গ্রামের একতা সংঘের নৌকা দল পেয়েছে ৫০ হাজার টাকা। এ সময় জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, 

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর সমিতি, ঢাকার সভাপতি হাছান মাহমুদ রাজা, মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন (অব.) শেখ মো. শফিকুল ইসলাম, নৌকাবাইচ বাস্তবায়ন উপকমিটর সদস্যসচিব ক্যাপ্টেন (অব.) মো. শহীদুল ইসলাম ও আহ্বায়ক মাজহারুল ইসলাম মৃনাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫