|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ

জানা গেল ধোনির শেষদিকে ব্যাটিংয়ে নামার কারণ


জানা গেল ধোনির শেষদিকে ব্যাটিংয়ে নামার কারণ


ল্লিশোর্ধ বয়সেও দারুণ খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু চলতি আইপিএলে প্রতি ম্যাচেই তিনি লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নামছেন। যে কারণে ধোনির ধুমধাড়াক্কা ব্যাটিং উপভোগ করতে পারছেন না দর্শকরা। সবার দাবি, ধোনিকে আরও ওপরে খেলানো হোক

এবার চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি জানালেন, ঠিক কী কারণে ধোনি ব্যাট করার সময় নীচের দিকে নামছেন।

আজ শুক্রবার এক প্রশ্নের জবাবে হাসি বলেছেন, 'ধোনি ইচ্ছা করেই নীচের দিকে ব্যাট করতে নামছে। এটা তারই পরিকল্পনা। আমরা সবাই জানি যে, ধোনির হাঁটু শতভাগ ফিট নয়


তবু প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। পুরো টুর্নামেন্ট জুড়ে ধোনি সেটাই করে এসেছে। আমার মতে, ১০, ১১ বা ১২ ওভারের দিকে ব্যাটিংয়ে নামার কোনো ইচ্ছা তার নেই। ওই সময় উইকেটে আসলে তাকে সিঙ্গেল-ডাবলস নিতে হবে

উল্লেখ্য, প্রায় প্রতি ম্যাচের আগে এবং পরে দেখা যাচ্ছে যে ধোনির ডান পায়ে আইস প্যাক বাঁধা। এভাবেই তিনি খেলে যাচ্ছেন। হাসি আরও বলেন, 'ধোনি যতটা সম্ভব দেরিতে ব্যাটিংয়ে নামার চেষ্টা করছে, যাতে ইনিংসের শেষদিকে ইমপ্যাক্ট রাখতে পারে। সে সবসময় শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, আজিঙ্কা রাহানে, অম্বাতি রায়ডুদের মতো ক্রিকেটারদের পাশে থাকে

তাদের ওপর বিশ্বাস রাখে। ধোনি জানে, সে নামার আগে দলের আসল কাজটা এরাই করে দেবে।'


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫