রাব্বি-নাসুমের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি গড়ল বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক:-
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দাপুটে জয় তুলে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিলেট একাডেমি ক্রিকেট গ্রাউন্ডে শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। মাত্র ১৬ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সেই ধাক্কা সামলে ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদের ফিফটিতে লড়াইয়ের মতো স্কোর দাঁড় করায় তারা — ইনিংস থামে ২২৭ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দুর্বল। নাঈম শেখ ৪ ও এনামুল হক বিজয় ২ রান করে দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দল। এরপর তিনে নামা সাইফ হাসান ৩১ রান করলেও মিডল অর্ডারে ব্যর্থতার ধারা অব্যাহত থাকে। আফিফ হোসেন করেন ১ রান, অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ১২ এবং মোসাদ্দেক হোসেন ফেরেন মাত্র ৪ রানে।
১০৪ রানে ৬ উইকেট হারানো দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদ। সুযোগ পেয়ে একাদশে আসা রাব্বি ৬৫ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। আর ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে নাসুম আহমেদ ৯৬ বলে ৬৭ রানের কার্যকর ইনিংস খেলেন, হাঁকান নয়টি চার ও একটি ছক্কা।
নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ২২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত লেগস্পিনার আদি অশোক। তিনি ১০ ওভারে ৪৪ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। বেন লিস্টার, জাইডেন লিনক্স ও ডিন ফক্সক্রফট নেন দুটি করে উইকেট।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫