ফিলিস্তিনের রাষ্ট্রদূতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে বাংলাদেশ সবসময় জাতিসংঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ প্রকাশ করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫