পর্দায় ফিরছেন সানি দেওলের সঙ্গেই আমির খান

গত বছর আমির খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে বাজেভাবে মুখ থুবড়ে পড়ে। এরপরই সিনেমা থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন এই মেগাস্টার। মাঝে বেশ কয়েকবার তার ফেরার গুঞ্জন শোনা গেলেও তা আর বাস্তবে রুপ নেয়নি। তবে এবার বড়সর প্রজেক্ট নিয়েই ফিরছেন আমির খান।
প্রযোজক হিসেবে সানি দেওলকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘লাহোর ১৯৪৭’। জোর গুঞ্জন রয়েছে, এতে শুধু প্রযোজক নয়, একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করবেন আমির! সম্প্রতি ‘গাদার ২’ দিয়ে বলিউডে বেশ রাজকীয় প্রত্যাবর্তন করেছেন সানি দেওল। সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের তালিকাতেও জায়গা করে নিয়েছে।
সেই সঙ্গে নব্বইয়ের দশকের তুখোড় হিট নায়ক সানি দেওল নিজের চিরচেনা রুপে ফিরেছেন। এবার সানির উপরেই ভরসা রাখতে যাচ্ছেন আমির খান। তার প্রযোজনায় আসন্ন চলচ্চিত্র ‘লাহোর ১৯৪৭’ পরিচালনা করবেন গুণী পরিচালক রাজকুমার সন্তোষী।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সানি দেওল অভিনীত সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আমির খানকে। যদিও আমিরের ক্যামিওর বিষয়ে এখনো অফিসিয়ালি কিছু জানায়নি নির্মাতারা। কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ‘লাহোর ১৯৪৭’-এর ঘোষণা করেন আমির খান। তিনি জানান, তার এবং তার প্রোডাকশনের আগামী সিনেমার নাম ‘লাহোর ১৯৪৭।’
এতে অভিনয় করবেন সানি দেওল এবং পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী। সানি এবং রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন আমির, এমনটাই জানান অভিনেতা। আমির খানকে সর্বশেষ দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’য়। টম হ্যাঙ্কসের অস্কারজয়ী চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক ছিল এটি।
কিন্তু বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়ে। এরপর স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়নের রিমেক করার কথা শোনা যায় আমিরের। কিন্তু আচমকাই অভিনয় থেকে বিরতি ঘোষণা করেন আমির। জানান, পরিবারকেই সময় দিতে চান। সঠিক সময়ে আবার ফিরবেন তিনি। বলিউডের সবচেয়ে সফল ও পারফেকশনিষ্ট হিসেবে খ্যাত এই অভিনেতার ফেরার অপেক্ষায় তার অনুরাগীরাও। সবার প্রত্যাশা, সানি দেওলের সঙ্গেই পর্দায় ফিরবেন আমির।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫