|
প্রিন্টের সময়কালঃ ০৪ জুলাই ২০২৫ ০৫:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৭ অপরাহ্ণ

দুর্জয় ও নিজাম হাজারীর বিরুদ্ধে দুদকের মামলা


দুর্জয় ও নিজাম হাজারীর বিরুদ্ধে দুদকের মামলা


ঢাকা প্রেস নিউজ

 

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এবং নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 

বুধবার (১৮ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
 

নিজাম হাজারীর বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নুরুল হুদা বাদী হয়ে মামলা দায়ের করেন। সাবেক এই এমপির ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়।
 

অন্যদিকে, দুর্জয়ের বিরুদ্ধে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর পরিচালক মো. আবুল হাসনাত।
 

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বুধবার বিকেলে এক অনুষ্ঠানে বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না এবং কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি আনুকূল্য দেখানোর সুযোগ থাকবে না। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এ বার্তা দিতে চায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫