|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মার্চ ২০২৫ ০৭:০০ অপরাহ্ণ

নওগাঁয় পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে যুবকের মৃত্যু


নওগাঁয় পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে যুবকের মৃত্যু


নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর পত্নীতলায় পিকআপ ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রতাপ সিং (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত প্রতাপ সাপাহার উপজেলার জামাল নগড়পাড়া গ্রামের সুদাং শিংয়ের ছেলে।
 

সোমবার দুপুরে নজিপুর-সাপাহার সড়কের মল্লিকপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নজিপুর থেকে আসা বালুবোঝাই ট্রাক্টরটি সাপাহার যাওয়ার পথে পেছন থেকে একটি ডাববোঝাই মিনি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চালক গাড়িসহ খাদে পড়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
 

এ ঘটনায় মিনি ট্রাকে থাকা ডাবের মালিক ফইম উদ্দিন (৬০), যিনি সাপাহার উপজেলার পিছলডাঙ্গা মালপাড়া গ্রামের ফাইজ উদ্দীনের ছেলে, বাম হাতে ও মাথায় গুরুতর আঘাত পান।
 

খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস ইউনিট নিহত ও আহতকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
 

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ এনায়েতুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক্টর ও পিকআপ জব্দ করা হয়েছে এবং সাপাহার থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫