কুড়িগ্রামে উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ঢাকা প্রেস নিউজ
“আসুন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই”—এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামে উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে পৌরসভার পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল এবং শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম উদ্যোক্তা অফিসে, পন্ডিতবাড়ি ঈদগাহ পাড়া এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম উদ্যোক্তার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মুহিবুল হুদা রবিন। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এবং ফ্রিল্যান্সার মিগনিউর কনক, কৃষক ও যুবনেতা খলিলুর রহমান খলিল, অ্যাডভোকেট আলী আহমেদ শাহ আতিক, সমাজসেবক মঞ্জুরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “আমরা সবসময় অসহায় মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। মানবকল্যাণে কাজ করতে পেরে আমরা গর্বিত।”
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন দুর্যোগে উদ্যোক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫