ইরান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী

ঢাকা প্রেস নিউজ
ইরান বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।
রোববার (২২ সেপ্টেম্বর), তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি এ কথা জানান। এই সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ইরানের এই আগ্রহকে স্বাগত জানান এবং বিশ্বের বিভিন্ন মঞ্চে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য ইরানকে ধন্যবাদ জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫