ভারত-পাকিস্তান উত্তেজনা: উভয় দেশের ২৫টি বিমানবন্দর বন্ধ

অনলাইন ডেস্ক:-
ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উভয় দেশের মোট ২৫টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামাবাদ, করাচি, লাহোর ও শিয়ালকোট—এই চারটি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ভারতের বিমান হামলার প্রেক্ষিতে পাকিস্তান সাময়িকভাবে নিজের আকাশসীমা ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করেছিল, যদিও কয়েক ঘণ্টার মধ্যে তা আবার চালু হয়।
অন্যদিকে, ভারত সরকার দেশটির উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এসব বিমানবন্দর জম্মু-কাশ্মির, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং গুজরাট রাজ্যে অবস্থিত। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান সীমান্তের কাছে সামরিক অভিযান শুরুর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫