সেনাবাহিনীর পদক্ষেপে সর্বদলীয় সমর্থনের আশ্বাস: কিরেন রিজিজু

অনলাইন ডেস্ক:-
ভারতের চলমান ‘অপারেশন সিঁদুর’ অভিযানকে ঘিরে সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপে সমর্থনের আশ্বাস দিয়েছেন সর্বদলীয় নেতারা—এমনটাই জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
বৃহস্পতিবার দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এই সমর্থনের প্রতিশ্রুতি আসে। রিজিজু জানান, প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে উপস্থিত নেতাদের অপারেশনের বিস্তারিত তথ্য দেন এবং সরকারের উদ্দেশ্য পরিষ্কার করেন। এতে বিভিন্ন দলের নেতারা মতামত ও পরামর্শ প্রদান করেন এবং সেনাবাহিনীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এদিকে, মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতে এখন পর্যন্ত দুই পক্ষ মিলিয়ে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। পাকিস্তান জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাগুলিতে তাদের ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে, ভারত দাবি করেছে পাকিস্তানের গোলাবর্ষণে তাদের ১২ জন নিহত হয়েছে।
সংঘাতের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বিশ্বনেতারা দুই দেশকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫