পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মসমর্পণ

ঢাকা প্রেস নিউজ
রাজধানীর পল্লবীতে শনিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে এক নারীকে তার স্বামী বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর হত্যাকারী স্বামী মোখলেছুর রহমান (৫২) থানায় আত্মসমর্পণ করেছেন।
পুলিশ জানিয়েছে, পল্লবী থানাধীন সাগুফতা এমএন হাউজিংয়ের একটি ভাড়া বাসায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার (৫২) মোখলেছুরের স্ত্রী। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছি। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও আসামির জিজ্ঞাসাবাদ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহই এই হত্যাকাণ্ডের কারণ।"
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী মোখলেছুরকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টুংগীবাড়ির মারিবালয় গ্রামে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫