|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৩ ০১:৩৮ অপরাহ্ণ

দেশের অস্তিত্ব রক্ষায়‌ এই সরকারকে সরাতে হবে : দুদু


দেশের অস্তিত্ব রক্ষায়‌ এই সরকারকে সরাতে হবে : দুদু


বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ যদি রাত ১২টায় আরেকটা নির্বাচন করতে পারে তবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। দেশের অস্তিত্ব রক্ষায়‌ এই সরকারকে সরাতে হবে। এ জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

আজ শুক্রবার ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সাগর রুনি মিলনায়ত‌নে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে বেগম খা‌লেদা জিয়া ও বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট রুহুল ক‌বির রিজভীর মু‌ক্তির দা‌বি‌তে এক প্রতিবাদ সভা ও ইফতার মাহ‌ফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন।


শামসুজ্জামান দুদু ব‌লেন, 'বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের মধ্যে যেকোনো সময় শেখ মুজিবুর রহমানের সময় এবং বিভিন্ন সময়ের চেয়ে শহীদ জিয়ার সময় ছিল স্বর্ণযুগ। বেগম খালেদা জিয়ার সময় ছিল তার চেয়ে উপরে। এখন চালের দাম ৬০ থেকে ৭০ টাকা, বেগম খালেদা জিয়ার সময় ছিল ১৪ থেকে ১৬ টাকা। সারের মূল্য এখন যা তার চেয়ে তিনগুণ কম ছিল। মানুষ তখন শান্তিতে ছিল।'

'যিনি ১৪ থেকে ১৬ টাকা দরে চাউল খাইয়েছে তাকে প্রায় ৫ বছর ধরে বন্দি করে রেখেছে' উল্লেখ করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, 'আর যিনি ৬০ থেকে ৭০ টাকা ধরে চাল খাওয়াচ্ছে তাকে আমরা উন্নয়নের শিরোমনি বলি। বেগম জিয়ার আমলে ব্যাংক ডাকাতি হয়নি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়নি। এ সরকারের আমলে হচ্ছে।'

তিনি বলেন, 'কেউ এমনি এমনি জায়গা ছেড়ে দেয় না। ইয়াহিয়া খান, আইয়ুব খান, এরশাদ ক্ষমতা ছাড়েনি। বর্তমান কর্তৃতবাদী সরকার ক্ষমতা ছাড়বে এটা মনে করলে হবে না। এই কর্তৃত্ববোধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে কঠোর আন্দোলন ছাড়া অন্য কোনো পথ নেই।'


'জিয়াউর রহমানের আমলে দেশে এসেছেন শেখ হাসিনা' উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, 'তার আগে তার বাবা-মা ভাইসহ পরিবার নৃশংসভাবে হত্যার শিকার হয়েছিল। জিয়াউর রহমান তাকে দেশে এনে তার সব সয়সম্পত্তি তাকে দিয়েছেন। শেখ হাসিনা জিয়াউর রহমান ও বিএনপির আমলে সহি সালামতে দেশে এসেছে এবং থেকেছে। আর শেখ হাসিনার আমলে জিয়া পরিবার সহিসালামতে দূরে থাক জেলখানা আর নির্বাসনে রয়েছে।'

আ‌য়োজক সংগঠ‌নের চেয়ারম‌্যান শাহীনুর ম‌ল্লিক জীবনের সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব‌্য রা‌খেন- বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, সংগঠ‌নের মহাস‌চিব মো. সা‌রোয়া‌র হো‌সেন রু‌বেল ও যুগ্ম মহাস‌চিব সোমা প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫