|
প্রিন্টের সময়কালঃ ১৭ অক্টোবর ২০২৫ ০৯:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৫ ০১:২৩ অপরাহ্ণ

সচিবালয়ে রোববার থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ


সচিবালয়ে রোববার থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ


বাংলাদেশ সচিবালয়ে আগামীকাল (রোববার) থেকে একবার ব্যবহারযোগ্য বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বন্ধে দৃষ্টান্ত স্থাপন করতে এ উদ্যোগ নিয়েছে সরকার।
 

নিষেধাজ্ঞা কার্যকর করতে সচিবালয়ের সব প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। ভেতরে কারও কাছে পলিথিন বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে জব্দ করা হবে। এ ক্ষেত্রে বিকল্প হিসেবে কাগজের ব্যাগ সরবরাহ করা হবে। সচেতনতা বাড়াতে সচিবালয়ের প্রবেশপথ ও ভবনগুলোতে তথ্যসম্বলিত বোর্ড ও পোস্টার টানানো হয়েছে। এছাড়া উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে।
 

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও দপ্তরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সচিবালয়ের কোনো সভা, সেমিনার, মিটিং বা অনুষ্ঠানে প্লাস্টিকের বোতল, কাপ, প্লেট বা চামচ ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করতে হবে।
 

সরকারি ক্রয় প্রক্রিয়াতেও প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও একটি মনিটরিং কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পুনর্ব্যবহারযোগ্য পাত্র ও ব্যাগ সরবরাহের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
 

সভা বা দাপ্তরিক অনুষ্ঠানে পরিবেশবান্ধব কাগজের কাপ ও প্যাকেট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “সচিবালয় দেশের কেন্দ্রীয় প্রশাসনিক এলাকা। এখান থেকে যদি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা যায়, তা সারা দেশে অনুকরণীয় উদাহরণ হয়ে উঠবে।”
 

সরকারের লক্ষ্য রোববারের মধ্যেই সচিবালয়কে পুরোপুরি এসইউপি-মুক্ত করা। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ থাকার আহ্বান জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫