জাতীয় নির্বাচন পেছাতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বাংলাদেশকে একটি ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্রের পথে উত্তরণের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তার ওপর এক কালো ছায়া নেমে এসেছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতেই এ ষড়যন্ত্র করা হচ্ছে।
মঙ্গলবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়ালি আয়োজিত এক সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সরকার ব্যবস্থায় পরিকল্পিতভাবে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
মির্জা ফখরুল সতর্ক করে বলেন, "আমাদের সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সীমান্তের ওপার থেকেও চক্রান্ত হচ্ছে—সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।"
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দল ও অঙ্গ-সংগঠনের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, কোরবানির ঈদকে সামনে রেখে কর্মসূচির সময়সীমা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। কর্মসূচি চলবে ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।
এ উপলক্ষে ৩০ মে সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া থাকবে আলোচনা সভা, দুস্থদের মাঝে চাল-ডাল ও বস্ত্র বিতরণসহ নানা সামাজিক ও ধর্মীয় কার্যক্রম।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানের চেয়ারপারসনের কার্যালয়সহ দেশের সকল জেলা ও মহানগরে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো জিয়াউর রহমানের স্মরণে পোস্টার প্রকাশ এবং জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
-
২৯ মে বিকাল ৩টা: রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।
-
৩০ মে সকাল সাড়ে ১০টা: জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
-
৩০ মে: দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও গণদোয়ার আয়োজন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫