|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ

মোহাম্মদপুরে সংঘর্ষে দুই যুবক নিহত


মোহাম্মদপুরে সংঘর্ষে দুই যুবক নিহত


ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দু'পক্ষের সংঘর্ষে নাসির বিশ্বাস (২২) ও মুন্না (২৩) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায়।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে তীব্র বচসা ও ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আক্রমণ করা হয়। গুরুতর আহত অবস্থায় নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। অন্যদিকে, মুন্নাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহত নাসির বিশ্বাস ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
 

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫