|
প্রিন্টের সময়কালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৪ অপরাহ্ণ

ভারতে উচ্চশিক্ষার সুযোগ: শতভাগ স্কলারশিপ


ভারতে উচ্চশিক্ষার সুযোগ: শতভাগ স্কলারশিপ


ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি ডিগ্রি পর্যায়ে শতভাগ স্কলারশিপ ঘোষণা করেছে ভারত। আইসিসিআর স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ‘সুবর্ণজয়ন্তী স্কলারশিপ’ এবং ‘লতা মঙ্গেশকর ডান্স অ্যান্ড মিউজিক স্কলারশিপ’ এর মাধ্যমে ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীরা ভারতের পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন।
 

এ স্কলারশিপের জন্য আবেদন ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা www.sjsdhaka.gov.in লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট, এডুকেশন উইং এবং ফেসবুক পেজে পাওয়া যাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫