|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৫:৪১ অপরাহ্ণ

চারদিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস


চারদিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আগামীকাল সোমবার কাতারের রাজধানী দোহা যাচ্ছেন। তিনি সেখানে ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণ করবেন।
 

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই সফরটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে। সামিটে অংশগ্রহণ ছাড়াও আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
 

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
 

বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদের এই সফরে অংশগ্রহণ। তাঁরা হলেন—ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা। তাঁরা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাবেন।
 

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত দ্বিতীয় ‘আর্থনা সামিট’-এ কাতারের ঐতিহ্য, পরিবেশ ও আধুনিক চিন্তাধারার সমন্বয়ে টেকসই উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে নানা দিক নিয়ে আলোচনা হবে।
 

সামিটটি ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই দুই দিনব্যাপী আয়োজনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশেষজ্ঞরা অংশ নেবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫