|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০০ অপরাহ্ণ

উল্টে পড়া প্লেন থেকে অলৌকিকভাবে সকল যাত্রী জীবিত উদ্ধার


উল্টে পড়া প্লেন থেকে অলৌকিকভাবে সকল যাত্রী জীবিত উদ্ধার


টরন্টো পিয়ার্সন বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুর্ঘটনার শিকার হলেও অলৌকিকভাবে সকল যাত্রী ও ক্রু সদস্য জীবিত রয়েছেন। বিমানবন্দরের প্রধান নির্বাহী ডেবোরা ফ্লিন্ট নিশ্চিত করেছেন যে দুর্ঘটনায় প্রাণহানি ঘটেনি, তবে ১৮ জন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
 

তিনি জানান, "আমরা কৃতজ্ঞ যে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের অবস্থা তুলনামূলকভাবে কম গুরুতর।" (সূত্র: বিবিসি)।
 

তবে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে, দুর্ঘটনায় একজন শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক মারাত্মকভাবে আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উল্টে যাওয়া প্লেন থেকে যাত্রীরা বেরিয়ে আসছেন, আর দমকল কর্মীরা প্লেনটিতে ফোম স্প্রে করছেন। বিমানের একটি পাখা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে ভিডিও ফুটেজে দেখা গেছে।
 

টরন্টো পিয়ার্সন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মিনিয়াপোলিস থেকে আসা ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটটিতে ৭৬ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হলেও স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে পুনরায় ফ্লাইট চালু করা হয়।
 

ওন্টারিওর এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস ‘Ornge’ জানিয়েছে, ঘটনাস্থলে তিনটি এয়ার অ্যাম্বুলেন্স ও দুটি স্থল অ্যাম্বুলেন্স পাঠানো হয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন একটি শিশু, ৬০ বছর বয়সী একজন পুরুষ এবং ৪০ বছর বয়সী একজন নারী।
 

কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণে দুটি রানওয়ে কয়েকদিন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
 

বিমানবন্দরের ফায়ার চিফ টড এটকিন জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে রানওয়েটি শুকনো ছিল এবং কোনো বিপজ্জনক ক্রসওয়াইন্ড ছিল না, যা পূর্ববর্তী কিছু প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক।
 

এটি গত এক মাসে উত্তর আমেরিকায় ঘটে যাওয়া চতুর্থ বড় বিমান দুর্ঘটনা, যার মধ্যে ওয়াশিংটন ডিসির কাছে একটি যাত্রীবাহী প্লেন ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হওয়ার ঘটনা অন্যতম।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫